ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে অবস্থানকালে আটক হওয়া সাত বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সীমান্ত পিলার ৫৩/এমপি-এর শূন্যরেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের রনঘাট ক্যাম্প ও বাংলাদেশের ৫৮ বিজিবি ব্যাটালিয়নের মাটিলা বিওপির কোম্পানি কমান্ডাররা অংশ নেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই দুপুর ১২টার দিকে (ভারতীয় সময়) ভারতীয় ভূখণ্ডে অবস্থানকালে স্থানীয় পুলিশ ওই সাতজনকে আটক করে এবং পরে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবিকে অবহিত করে তাদের ফেরত দেওয়ার আগ্রহ জানায়।
ফেরতপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরা হলেন— ইউসুফ (২৬), সালমা আক্তার (২৫), আসমা আক্তার (২৪), শিরিনা বেগম (৬৫), সালমান (০৯), আয়ান (০২) ও আকলিমা মন্ডল (৫৫)।
হস্তান্তরের সময় বিজিবির পক্ষ থেকে নিয়মিত কাগজপত্র যাচাই ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।